ঢাকা শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা
  • মাহ্ফুজুর রহমান
  • ২০২০-১১-১১ ১৪:৪২:১২
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে রিয়াদ হাসান প্লাবন ও সাধারণ সম্পাদক পদে রবিন সরদারের নাম ঘোষণা করেছে সদর উপজেলা ছাত্রলীগ -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে রিয়াদ হাসান প্লাবন ও সাধারণ সম্পাদক পদে রবিন সরদারের নাম ঘোষণা করেছে সদর উপজেলা ছাত্রলীগ। 
  গতকাল ১১ই নভেম্বর সংগঠনের প্যাডে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপু ও সাধারণ সম্পাদক শেখ মোঃ রুহুল আমিনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
  নবনির্বাচিত সভাপতি রিয়াদ হাসান প্লাবন আগের কমিটিতেও সভাপতি পদে ছিলেন। আগামী ২১ দিনের মধ্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে বসন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করতে বলা হয়েছে।
  উল্লেখ্য, গত ৮ই নভেম্বর অনুষ্ঠিত বসন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের উপজেলা ছাত্রলীগ বরাবর জীবনবৃত্তান্তসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়। 

গোয়ালন্দে নানা আয়োজনে শেষ হলো  তিন দিনব্যাপী ১৫৩তম ফকিরী মেলা
বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ