“গ্রামে চল, গ্রাম গড়”-এ শ্লোগানে মানুষের দোড়গোড়ায় স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র।
জানা যায়, গণস্বাস্থ্য কেন্দ্র ১৯৭২ সালে ২৭শে এপ্রিল প্রতিষ্ঠালাভের পর থেকেই সারাদেশব্যাপী সকল মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় গণস্বাস্থ্য কেন্দ্রের একটি উপশাখা। যা দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র নামে পরিচিত। তখন থেকেই দৌলতদিয়া যৌনপল্লীসহ উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত মানুষের মধ্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। গোয়ালন্দ উপজেলাসহ পতিতাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে সার্বক্ষণিক ১জন ম্যানেজার, ২জন মেডিকেল অফিসার, ৪জন প্যারামেডিক পাশাপাশি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২জন মাঠ সংগঠক, ১জন করে কাউন্সিলর, মেডিকেল টেকনোলজিস্ট এবং ৪জন পিয়ার এডুকেটর স্বাস্থ্য সেবায় নিয়োজিত রয়েছেন। গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজন করা হয় স্বল্পমূল্যে মেডিকেল ক্যাম্প। ক্যাম্পে মাত্র পঞ্চাশ টাকা ভিজিটে রোগী দেখেন চিকিৎসক। পাশাপাশি আগত রোগীদের বিনামূল্যে ৪টি স্ক্যানিং পরীক্ষা করা হয়। পরামর্শ সেবা নিয়ে ক্যাম্প থেকেই স্বল্পমূল্যে ঔষধ ক্রয়ের সুবিধা রয়েছে রোগীদের।
সরেজমিনে দৌলতদিয়া ৬নং ওয়ার্ড হোসেন মন্ডল পাড়া গ্রামে গিয়ে দেখা যায়, গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা হ্যান্ড মাইক নিয়ে মেডিকেল ক্যাম্পের প্রচার-প্রচারণা করছেন।
স্থানীয় কাশেম সরদারের বাড়ীতে গণস্বাস্থ্য কেন্দ্রের ২জন এমবিবিএস চিকিৎসক বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করছেন। পরামর্শ শেষে অনেকেই বিনামূল্যে স্কিনিং টেস্ট করছেন, কেউ বা আবার স্বল্পমূল্যে প্রয়োজনীয় ঔষধ কিনে নিয়ে যাচ্ছেন।
ষাটোর্ধ মাজেদা বেগম বলেন, এতো কাছে ডাক্তার পাবো কহনো ভাবিনি। বয়স হয়েছে অনেক। এহন চোখে কম দেহি আবার কানেও বেশি হুনি না। হাতের কাছে ডাক্তার পেয়ে খুব উপকার পাইলাম। অল্প টাকায় ডাক্তার দেখাতে পারলাম।
এ বিষয়ে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মোঃ জুলফিকার আলী বলেন, বাংলাদেশের যুদ্ধকালীন সময় থেকে গণস্বাস্থ্য কেন্দ্র দেশব্যাপী স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি মরহম ডাঃ জাফরুল্লাহ চৌধুরী “গ্রামে চল, গ্রাম গড়” শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে দেশের পত্যন্ত চরাঞ্চলের অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তারই ধারাবাহিকতায় ২০০৭ সাল হতে গোয়ালন্দ উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলসহ দৌলতদিয়া যৌনপল্লীর সুবিধাবঞ্চিত মা ও শিশুদের মধ্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে। পাশাপাশি গণস্বাস্থ্য কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিশেষ ক্যাম্প এবং প্রতি দেড় দুই মাস অন্তত অন্তত স্বল্পমূল্যে চক্ষু অপারেশন করা হয়।



