বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারী অনুদান বিতরণে অনিয়ম ও টাকার বিনিময়ে বিধবা ভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতাসহ জনস্বার্থ বিরোধী কর্মকান্ডের অভিযোগে রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের চেয়ারম্যান শেফালী আক্তারকে অপসারণের দাবী করে আসছিল ইউনিয়নবাসী।
এ দাবীতে গত ৪ঠা এপ্রিল জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। আর এর অনুলিপি ঢাকা স্থানীয় সরকার বিভাগ, ঢাকা পুলিশ হেডকোয়াটার, রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসার ও রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জের কাছে প্রদান করা হয়।
জানা গেছে, এ স্মারকলিপি প্রদানের এক মাস পর এসব অভিযোগের প্রেক্ষিতে গত ৫ই মে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হকের সাথে সাক্ষাৎ করেন ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, স্থানীয় বিএনপি নেতা ও ব্যবসায়ীরা। প্রায় ৩ঘন্টা ধরে উপজেলা নির্বাহী অফিসার তাদের কথা শোনেন। পরে তিনি তাদেরকে আশ্বস্ত করেন চেয়ারম্যানের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সে বিষয়ে ৩সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ওই কমিটি তদন্ত রিপোর্ট দেওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বানীবহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, গত ৫ই মে দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সাথে স্থানীয় বিএনপি নেতা, ব্যবসায়ী ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা সাক্ষাত করেছি। তিনি আমাদের অভিযোগের কথা শুনেছেন এবং এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা করে নেওয়ার আশ্বাস প্রদান করেছেন।
বানীবহ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ মেহেদী মাসুদ জানান, গত ৫ কার্যদিবস ইউপি চেয়ারম্যান শেফালী আক্তার পরিষদে আসেননি। তবে জরুরী কার্যক্রম তিনি নিজ বাড়ীতে বসে করছেন।
উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক জানান, বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফালী আক্তারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসারসহ ৩সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই তদন্ত কমিটি অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিবেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফালী আক্তারের স্বামী আব্দুল লতিফ মিয়া ছিলেন বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। স্বামীর মৃত্যুর পর শেফালী আক্তার সরাসরি রাজনীতিতে আসেন এবং ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা ভোটে বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন।



