জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা হাসপাতাল সংলগ্ন এলাকা ও নসর উদ্দিন সরদার পাড়ায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২২হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ৭ই মে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ রেল গেইট এলাকায় নসর উদ্দিন সরদার পাড়ায় সুমনা স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ৩হাজার টাকা, শিমু স্টোরকে ৩হাজার টাকা, হাসপাতাল গেইট এলাকায় ভাই ভাই স্টোরকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ৪হাজার টাকা ও মা ফুড প্রোডাক্টসকে ১২হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তদারকি এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।