ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কালুখালীর মাঝবাড়ীতে মাদ্রাসার ডিজিটাল ল্যাব ও ইউডিসি পরিদর্শনে সহকারী প্রোগ্রামার
  • প্রতিনিধি
  • ২০২০-১১-১১ ১৪:৪৪:১০

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী সিদ্দিকীয়া আহম্মদিয়া সেরাতুল হক আলিম মাদ্রাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কালুখালী উপজেলার সহকারী প্রোগ্রামার মোঃ মিরাজুল ইসলাম ।
  গতকাল ১১ই নভেম্বর সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন’-শীর্ষক প্রকল্পের আওতায় মাঝবাড়ী সিদ্দিকীয়া আহম্মদিয়া সেরাতুল হক আলিম মাদ্রাসায় স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শনকালে এজেন্ট সফটওয়্যার ইনস্টল করা আছে কিনা তা যাচাই করেন। 
  এ সময় মাদ্রাসার আইসিটি শিক্ষক সিরাজুল ইসলাম, বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষক এস.এম আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সহকারী প্রোগ্রামার মোঃ মিরাজুল ইসলাম মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের ইউডিসি (ইউনিয়ন ডিজিটাল সেন্টার)’র সেবা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শকালে তিনি ইউডিসির সেবা প্রদানের মূল তালিকা প্রদর্শনের নির্দেশনা দেন।   

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ