ঢাকা শনিবার, মে ১০, ২০২৫
রাজবাড়ীর খানগঞ্জ ইউনিয়ন পরিষদে আগুন॥পুড়ে গেছে ডিজিটাল সেন্টার
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৫-০৫-০৯ ১৬:১৪:৪৩

 রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে গতকাল ৯ই মে ভোর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ডিজিটাল সেন্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে।
 খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট গিয়ে পাঁচ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, রাউটার, ফটোকপি মেশিন, প্রিন্টার, গুরুত্বপূর্ণ ফাইলপত্র, আসবাবপত্র এবং বিটিসিএলের ব্রডব্যান্ড ডিভাইস ও ব্যাটারী পুড়ে যায়।
 ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক কাজী আবু শাহিন বলেন, ভোর ৫টা ৮ মিনিটে স্থানীয় জহুরুল ফোন করে আগুন লাগার খবর দেন। আমি তাৎক্ষণিকভাবে রাজবাড়ী ফায়ার সার্ভিসে যোগাযোগ করি এবং পরিষদে ছুটে আসি। এসে দেখি ডিজিটাল সেন্টারে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, রাউটার, ফটোকপি মেশিন, প্রিন্টার, গুরুত্বপূর্ণ ফাইলপত্র, আসবাবপত্র এবং বিটিসিএলের ব্রডব্যান্ড ডিভাইস ও ব্যাটারী পুড়ে গেছে।
 আবু শাহিন আরও বলেন, ডিজিটাল সেন্টারের কক্ষের সামনের ও পেছনের দুটি জানালা খোলা ছিল, যা খোলা থাকার কথা নয়। এ কারণে আগুন লাগার ঘটনাকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।
 রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ সনাজ মিয়া বলেন, ভোর ৫টা ১৩মিনিটে আমরা খানগঞ্জ ইউনিয়ন পরিষদের অগ্নিকাণ্ডের সংবাদ পাই। সাথে সাথে আমরা স্টেশন থেকে রওনা দিয়ে ভোর ৫টা ৩৪মিনিটে সেখানে পৌঁছাই। রাজবাড়ী থেকে দুইটি ইউনিট ও কালুখালী থেকে দুইটি ইউনিটসহ মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৫মিনিটের প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। অগ্নিকান্ডে পরিষদের মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বোঝা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
 খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুর রহমান বলেন, আমি ঘটনাস্থলে যায়নি। তবে যতটুকু শুনেছি পরিষদের কম্পিউটার রুমের অবশিষ্ট কিছুই নেই। পরিষদের বর্তমান চেয়ারম্যান হয়েও আপনি অগ্নিকান্ডের সংবাদ পেয়ে পরিষদে যাননি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রশ্নের জবাব আমি দিতে বাধ্য নই। দরকার হলে আপনি ঘটনাস্থলে গিয়ে জেনে নেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। পরে তিনি ফোনটি কেটে দেন।
 রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়েই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনের সূত্রপাত জানা যায়নি। স্থানীয়রা পরিষদের ভিতরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা পরিষদের পিছনের দুইটি জানালা খোলা দেখতে পেয়েছিল। আগুনে পরিষদের মূল্যবান কাগজপত্রসহ অনেক কিছুই পুড়ে গেছে।
 অগ্নিকান্ডের সংবাদ পেয়ে রাজবাড়ীর স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাজহারুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 উল্লেখ্য, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ শরিফুর রহমান সোহান গত ১৩ই মার্চ থেকে পরিষদে অফিস করছেন না। এরপর থেকে তার অপসারণের দাবীতে একটি পক্ষ আন্দোলন করে আসছে। গত ১৮ই মার্চ মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে। এ অবস্থায় ইউনিয়ন পরিষদে অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয় জনমনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে।

রাজবাড়ীর খানগঞ্জ ইউনিয়ন পরিষদে আগুন॥পুড়ে গেছে ডিজিটাল সেন্টার
আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপন
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে নববর্ষ উদযাপন॥সকল জাতিগোষ্ঠীর মিলন মেলা
সর্বশেষ সংবাদ