ঢাকা রবিবার, মে ১৮, ২০২৫
রাজবাড়ী সুইমিংপুলে শুরু হয়েছে সাঁতার প্রশিক্ষণ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৫-১৭ ১৫:৪৯:১০

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২০২৫ এর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ১১দিনব্যাপী ২১টি সেশনে অনূর্ধ্ব-১৪(বালক) সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল ১৭ই মে বিকেলে রাজবাড়ী সুইমিংপুলে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
 অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
 রাজবাড়ী ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্যের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক ও জেলা ক্রীড়া অফিসার মোঃ আমানুল্লাহ আহম্মেদ বক্তব্য রাখেন।
 অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ খান, মোঃ আশিকুজ্জামান, রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, কাজী কৌশিক আহমেদ শাহিন, আবদুল গফফার(হাজী), কাজী তানভীর মাহমুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে রাজবাড়ীর সুইমিংপুল বন্ধ ছিল। এর কারণে জেলার অনেকেই সাঁতার প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছিল। আমরা জানি ইতোপূর্বে এই সুইমিংপুল থেকে অনেক বড় মাপের সাঁতারুরা বের হয়েছে। যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে জেলার সুনাম বাড়িয়েছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আবারো চেষ্টা চালাচ্ছি সুইমিংপুল চালু করার জন্য। সুইমিংপুল চালু হলে জেলার অনেকেই সাঁতার প্রশিক্ষণ নিতে পারবে। আজকে এখানে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হলো। এই ধারা আমাদের অব্যাহত থাকবে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন সাঁতার প্রশিক্ষণের আয়োজন করে সুইমিংপুল চালু থাকার ব্যবস্থা করবো।
 জানা গেছে, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়াকর্মসূচী ২০২৪-২০২৫ এর আওতায় ৪০ জন বালককে (অনূর্ধ্ব-১৪) ২১টি সেশনে ১১দিনব্যাপী দুইটি শিফটে সকাল ও বিকালে প্রশিক্ষণ প্রদান করা হবে।
 প্রশিক্ষণ শেষে সমাপনী দিনে সকল প্রশিক্ষণার্থীকে সনদপত্র বিতরণ করা হবে। সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন শেষে প্রশিক্ষনার্থীদের জার্সি উপহার দেওয়া হয়।

রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার
রাজবাড়ী সুইমিংপুলে শুরু হয়েছে সাঁতার প্রশিক্ষণ
রাজবাড়ীতে জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ক সভা
সর্বশেষ সংবাদ