ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
গোয়ালন্দ থানা পুলিশের অভিযানে হেরোইনসহ ২জন বিক্রেতা গ্রেপ্তার
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৫-২২ ১৪:৪৪:২৬

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া এলাকা থেকে গতকাল ২২শে মে ভোরে ৬০ পুড়িয়া হেরোইনসহ ২জন বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
 এদের মধ্যে ১জন ২টি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী।
 গ্রেফতারকৃতরা হলো- গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের শ্রীদাম দত্ত পাড়া বর্তমান দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার সাঈদ প্রামানিকের ছেলে রাকিব প্রামানিক(৩০) ও দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া গ্রামের গোলাম মহিউদ্দিনের ছেলে মোঃ জানে আলম রিপন(৩৩)। এদের মধ্যে রাকিব পূর্বের দুইটি জিআর মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী।
 থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২২শে মে ভোর ৪টার দিকে থানা পুলিশের বিশেষ অভিযানে উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া আইয়ুব মেম্বারের বাড়ীর সামনে হতে ৬০ পুড়িয়া হেরোইন ও মাদক বিক্রির টাকাসহ উল্লেখিত ২জনকে হাতে নাতে পুলিশ গ্রেফতার করে।
 এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ