ঢাকা শনিবার, জুলাই ১২, ২০২৫
কালুখালীর চন্দনা নদী থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৬-১২ ০৭:৪০:১৯

॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার চাঁদপুর ব্রিজের নিচে চন্দনা নদী থেকে আসলাম প্রামানিক(৪২) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 গতকাল ১১ই জুন সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাঁদপুর ব্রিজের নিচে চন্দনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 এর আগে গত ১০ই জুন সকালে নিজ বাড়ী থেকে ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন আসলাম।
 তিনি পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের মৃত পিয়ার আলী প্রামাণিক ওরফে পেনু প্রামাণিকের ছেলে। তার এসএসসি পরীক্ষার্থী এক মেয়ে ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছেলে রয়েছে।
 আসলাম প্রামাণিকের ভাতিজা আজগর আলী জানান, আসলাম প্রামাণিক আগে একটি ইটভাটার ম্যানেজার হিসেবে কাজ করতো। ৬ মাস আগে তিনি ইটভাটার চাকরি ছেড়ে কিস্তিতে ৩ লাখ টাকা দিয়ে একটু নতুন ইজিবাইক কিনে চালানো শুরু করেন। গত ১০ই জুন সকাল ৯টার দিকে তিনি বাড়ী থেকে ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশে বের হন। দুপুর ১২টার দিকে তার স্ত্রীর সাথে তার ফোনে স্বাভাবিক কথাবার্তা হয়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়ীতে না ফেরায় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার ফোনে কল দেয়া হয়। তবে অসংখ্য বার ফোন দেয়া হলেও ফোন রিসিভ হয়নি। রাত সাড়ে ১০টা পর্যন্ত তার নম্বরে কল ঢুকেছিল, তবে রিসিভ হয়নি। এরপর থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়।
 আজগর বলেন, গত ১০ই জুন রাতেই পাংশা মডেল থানা, হাইওয়ে থানা ও কালুখালী থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও চাচার কোন সন্ধান পাইনি। গতকাল ১১ই জুন সকাল সাড়ে ৭টার দিকে কালুখালী উপজেলার চাঁদপুর ব্রিজের নিচে লাশ পাওয়ার খবর পেয়ে সেখানে এসে আমার চাচার লাশ শনাক্ত করি। তবে তার ইজিবাইকটি পাওয়া যায়নি।
 রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) দেব্রবত সরকার বলেন, সকাল ৭টার দিকে চাঁদপুর ব্রিজের নিচে চন্দনা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ এখানে ফেলে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। 
 এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

কালুখালীতে ডিবির অভিযানে  বিদেশী মদসহ ১জন গ্রেপ্তার
দৌলতদিয়ায় সেই বাঁশের সাঁকোটি মেরামতের উদ্যোগ নিয়েছে প্রশাসন
 পাংশায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামী জাবির আব্দুল্লাহ গ্রেফতার
সর্বশেষ সংবাদ