ঢাকা শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
বালিয়াকান্দিতে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-১১-১৫ ১৩:৩৩:৫৩
বালিয়াকান্দিতে গতকাল ১৫ই নভেম্বর স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
  বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের পরিচালনায় ও বালিয়াকান্দি উপজেলার ব্যবস্থাপনায় গতকাল ১৫ই নভেম্বর সকাল থেকে দিনব্যাপী বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। 
  বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি আম্বিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক শর্মিলা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটসের কমিশনার কাজী এজাজ কায়সার, অন্যান্যের মধ্যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, ফরিদপুর জেলা স্কাউটসের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মন্ডল, রাজবাড়ী সদর উপজেলা স্কাউটসের সম্পাদক সুকুমার বিশ^াস, ১০২৩তম ওরিয়েন্টেশন কোর্সের কোর্স লিডার রমেন্দ্র নারায়ণ তরফদার, ১০২২তম কোর্সের লিডার ও বালিয়াকান্দি উপজেলা স্কাউটসের সম্পাদক অখিল কুন্ড, রাজবাড়ী জেলা স্কাউটসের কাব স্কাউটস লিডার হরসিত কুমার ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন। ১০০ জন প্রশিক্ষণার্থী ২টি ব্যাচে এই ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণ করেন।

 

গোয়ালন্দে নানা আয়োজনে শেষ হলো  তিন দিনব্যাপী ১৫৩তম ফকিরী মেলা
বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ