রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার পুলিশ গত ১৫ই জুলাই দিনগত রাতে উপজেলার সরিষা ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ধারার একটি মামলার আসামী সালমান শাহ (২৭)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সালমান শাহ শরিষা খামারডাঙ্গী গ্রামের ছাত্তার বিশ^াসের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এসআই শ্রীবাস গাইনসহ সঙ্গীয় পুলিশ গত মঙ্গলবার দিনগত রাত সোয়া ২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, পাংশা থানা এলাকার মধ্যে চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, টেন্ডারবাজ, অবৈধ দখলদার, অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারী, অবৈধ বালুখোর ও চোরসহ নানা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় সালমান শাহকে গ্রেফতার করা হয়েছে। সে পাংশা মডেল থানার মামলা নং-৫, তাং-০৪/০৬/২০২৫ইং, ধারাঃ ৩৪১/৩২৩/৩৭৯/৩৮৫/৩৮৬/৫০৬ পেনাল কোড এর আসামী।