রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিশেষ অভিযানে ৫৪০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ। তবে ঘটনা স্থলে কাউকে পাওয়া যায়নি। জব্দকৃত ফেনসিডিল ও প্রাইভেট কার বহনকারীকে সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ই জুলাই দিনগত রাত সোয়া ৩টার দিকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় নিয়মিত অভিযান চলাকালীন সময়ে থানা পুলিশের একটি দল বাংলাদেশ হ্যাচারীর সামনে প্রাইভেট কারটিকে সিগন্যাল দেয়। কিন্তু প্রাইভেট কারটি সিগন্যাল না মেনে দ্রুত গতিতে চলে যায়। পরে প্রাইভেট কারটি পেছনে পুলিশ ধাওয়া করলে দৌলতদিয়া ট্রাক টার্মিনালে প্রাইভেট কারটি(ঢাকা-মেট্টো-গ-১১-৩০২৭) ফেলে চালক পালিয়ে যায়। এ সময় ফেলে রাখা প্রাইভেট কারটি তল্লাশি করে বস্তার মধ্যে রাখা ৫৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং কারটি পুলিশ জব্দ করে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয় এবং ৫৪০ বোতল ফেনসিডিল ও প্রাইভেট কারটি জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।