জাতীয় নাগরিক পার্টির-এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ই আগস্টের পরেই আমরা বলেছি আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী সংগঠন। কিন্তু তার থেকে বড় বিষয় এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ। এই আদর্শকেও আমাদের পরাস্ত করতে হবে। শুধু আইনিভাবে, সাময়িকভাবে নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারবো না। আওয়ামী লীগকে আমাদের আইনিভাবে, রাজনৈতিক ভাবে, বুদ্ধিভিত্তিকভাবে মোকাবেলা করতে হবে।
গতকাল ১৭ই জুলাই বিকেলে দেশ গড়তে জুলাই পদযাত্রার ১৭তম দিনে রাজবাড়ী শহরের রেলগেটস্থ শহীদ স্মৃতি ফলক চত্বরের অবিস্মরণীয় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি মুজিববাদ। এই মুজিববাদের আদর্শই হচ্ছে আওয়ামী লীগের গোড়া। বাংলাদেশকে বিভাজিত করেছে তারা। বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, গুম, খুন সব কিছু জায়েজ করেছে এই মুজিববাদের আদর্শের মাধ্যমে। আমরা এটাও বলেছি মুজিব বা তার মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না। ফলে আমাদের মুজিববাদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকেও রক্ষা করতে হবে। বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। যারা বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিয়েছিল, বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল তাদের হাত থেকে রক্ষা করে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। সেই লড়াইয়ে রাজবাড়ীবাসীকে আমরা পাশে পাবো।
তিনি আরো বলেন, জাতীয় নাগরিক পার্টির গণঅভ্যুত্থানের পরে যে ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিল সেই বাংলাদেশ বিনির্মাণে আমাদের অনেক দিন লড়াই করতে হবে। লড়াই কেবল একদিকে নয়। আমরা সেটার জন্য প্রস্তুত আছি। আমরা জানি আমাদের জীবনের নিরাপত্তা আপনারা ছাড়া কেউ দিবে না। আপনারাই আমাদের বৈধতা, আপনারাই আমাদের নিরাপত্তা। আমরা জীবনে সেই ভয় করিনা, সেটা গত বছর জুলাই মাস থেকে রাজপথে নেমেছি এই প্রতিশ্রুতি নিয়ে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য, সেই প্রতিষ্ঠার ও নতুন দেশ প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না এটা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছি।
এনসিপি’র আহবায়ক বলেন, গতকাল গোপালগঞ্জে হামলা করে তারা ভেবেছিলো পদযাত্রা শেষ হয়ে যাবে। তারা সুযোগের ব্যবহার করে ভেবেছিল আতঙ্ক তৈরি করবে। সারাদেশে মানুষ আর আমাদের পদযাত্রায় ও পথসভায় আসবে না। যদি তারা সশস্ত্র কায়দায় না আসতো আমরা বিশ্বাস করি আজকে রাজবাড়ীতে যত মানুষ হয়েছে গোপালগঞ্জের সাধারণ মানুষ ঠিক ততটাই আমাদের সমাবেশে আসতো।
নাহিদ ইসলাম বলেন, প্রিয় রাজবাড়ীবাসী জাতীয় নাগরিক পার্টি ও জুলাই নেতৃবৃন্দের প্রতি আপনাদের আস্থা ও ভালোবাসা রয়েছে, ঠিক একই পরিমাণ আস্থা ও ভালোবাসা আপনাদের প্রতি আমাদের রয়েছে। আপনাদের মেধাবী সন্তানরা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে। তারা দল নয় পুরো বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরেছে। প্রিয় রাজবাড়ীবাসী আপনাদের সমস্যার কথা আমরা শুনলাম। রাজবাড়ীর সন্তানেরা আপনাদের সামনে প্রতিশ্রুতি দিলেন। আমরা মনে করি সবার আগে সমস্যা খুঁজে বের করতে হবে। যদি আমরা সমস্যাই না জানি সমাধান কিভাবে খুঁজে বের করবো। তাই আমরা সারা দেশে এখন সমস্যা খুঁজে বেড়াচ্ছি। এই পদাযাত্রার মূল উদ্দেশ্য জেলায় জেলায় ঘুরে আপনাদের সমস্যাগুলো খুঁজে বের করা। আপনাদের সমস্যার সমাধানের রাজনীতি আমরা করতে চাই। রাজবাড়ীর সাহসী সন্তানেরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে। সেই শহীদদের আদর্শকে, আকাঙ্খাকে আমরা ধারণ করি। আমরা জানি আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আমরা জানি আমাদের শত্রু মিত্র কে, আমাদের লক্ষ্য কি। আমাদের লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। সেই লড়াইয়ের আহ্বান জানাচ্ছি।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ সবসময় প্রতিহিংসার রাজনীতি করতো। আওয়ামী লীগকে আমরা লগি বইঠা হাতে দেখেছি, আওয়ামী লীগকে আমরা পিলখানা হত্যাকান্ডে দেখেছি, শাপলা হত্যাকান্ডে আলেমদেরকে পাখির মতন গুলি করতে দেখেছি। ক্ষমতায় টিকে থাকার জন্য আবু সাঈদকে, ওয়াসিমকে, নাম না জানা অসংখ্য শহীদকে পাখির মতন গুলি করে রাস্তার উপর হত্যা করতে দেখছি। আমরা হয়তো মারা যাবো। আমাদের হয়তো গুলি করে হত্যা করবে। কিন্তু প্রিয় ভাইয়েরা আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব এই প্রত্যেকটা তরুণ প্রজন্মকে নিতে হবে।
হাসনাত আবদুল্লাহ আরো বলেন, গতকাল এই সময়ে একটা দল যারা গত ১১ মাস গর্তে ছিল তারা, অপেক্ষা করছিল কখন আমরা মারা যাই। আবার আরেকটা দল যারা ইন্টারন্যাশনাল প্রস্টিটিউট, জ্ঞানপাপী, যারা বুদ্ধিপাপি তারা ঢাকায় বসে বসে মিডিয়ায় বসে বসে গতকাল আওয়ামী লীগ যে আমাদের ওপর হামলা পরিচালনা করেছে সেটার তারা বৈধতা উৎপাদন করেছে। গতকাল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তারা আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে এই দলটিকে প্রতিরোধ করার সাথে সাথে আওয়ামী লীগের যেই কালচারাল উইং, মিডিয়া উইং তাদেরকেও আমাদের প্রতিরোধ করতে হবে।
তিনি বলেন, আমরা বসুন্ধরা মিডিয়ার কথা বার বার বলেছি। ওই মিডিয়ায় কিছু ভাড়া খাটা কিছু জ্ঞান পাপী রয়েছে, কিছু বুদ্ধি পাপি রয়েছে। বসুন্ধরা মিডিয়ায় কিছু ভাড়ায় খাটে এইরকম দেওলিয়া বুদ্ধিজীবী রয়েছে। তারা এসব আক্রমণের বৈধতা উৎপাদন করে। আমাদের ওপর যে আক্রমণ হয়েছে এই আক্রমণের বৈধতা উৎপাদন করার জন্যই তাদের কলম আবার সক্রিয় হয়েছে।
এনসিপির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ মনে করেছিল নাহিদ, সারজিস, আখতার, হাসনাত, নাসির মনে হয় এগুলো একটা নাম। তারা মনে করেছিল এই কয়জনকে হত্যা করলে নতুন বাংলাদেশের যে লড়াই সেটা হয়তো থেমে যাবে। এই ৫৬ হাজার বর্গমাইলে আবু সাঈদের মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ আবার আবু সাঈদ হয়ে উঠেছিল। আমাদের মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বিপ্লবী সন্তান যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারা কেউ না কেউ আবার নাহিদ হয়ে উঠবে।
তিনি বলেন, আমাদের বাংলাদেশ সেদিন থেকে, সেই মুহুর্ত থেকে ঘুরে দাঁড়াবে।
তরুণ প্রজন্ম, শিক্ষার্থী, মাদ্রাসার আলেম সমাজের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশ সেই দিন থেকেই ঘুরে দাঁড়াবে যেদিন বাংলাদেশ থেকে সমূলে আওয়ামী লীগ নির্মূল হবে। কর্পোরেট সমাজ, এই আওয়ামী লীগ নিয়ন্ত্রিত মিডিয়া সমাজ তোমাদেরকে সাক্ষী রেখে মুজিবের বুকের মাটির ওপর দাঁড়িয়ে আমরা গতকাল শ্লোগান দিয়েছি মুজিবের মাটিতে মুজিব বাদ মুর্দাবাদ।
হাসনাত আবদুল্লাহ বলেন, প্রিয় রাজবাড়ীবাসী আমাদের আগে রাজনীতি ঠিক করতে হবে। যতদিন পর্যন্ত এই নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী দেশ থেকে নির্মূল করা যাবে না ততদিন পর্যন্ত ফ্যাসিজম থেকেই যাবে। আপনারা গতকাল দেখেছেন আমরা গত ১১ মাস ধরে যে মিডিয়ার বিরুদ্ধে ফাইট করে যাচ্ছি তারা বার বার বলছে আওয়ামী লীগকে নাকি সুযোগ দেওয়া উচিত। রিফাইন্ড আওয়ামী লীগকে নাকি সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগ আবার কি হয়ে ফিরে আসবে গতকাল সেটার একটা টেস্ট ম্যাচ আমরা দেখেছি।
তিনি বলেন, যারা পূর্বের প্রজন্ম তাদের আজকের এই কুলষিত রাজনীতির দায়ভার নিতে হবে। কম্প্রোমাইজ রাজনীতির কারণে আজকের এই তরুণ প্রজন্মকে দায়িত্ব তুলে নিতে হয়েছে। আমাদের রাজনৈতিক দল গঠন করার কোন প্রয়োজন ছিল না। কিন্তু আমরা বাধ্য হয়েছি। আমরা এখানে প্রত্যেকটা মানুষ যদি মারা যাই, প্রত্যেকটা মানুষকে যদি হত্যা করা হয় প্রিয় রাজবাড়ীবাসী যুবক, প্রিয় রাজবাড়ীবাসী তরুণ প্রজন্ম, আমার স্কুল পড়া ভাই-বোনেরা আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব সবাইকে একেক জন বিকল্প হয়ে উঠতে হবে।
এমসিপি’র উত্তর অঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির(এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ীর সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনীম জারা।
এ সময় জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডাঃ তাজনুভা জাবীন, দক্ষিণ অঞ্চলের সংগঠক মোঃ আতাউল্লাহ, কেন্দ্রীয় সদস্য সাঈয়েদ জামিলসহ কেন্দ্রীয়, বিভাগীয় এবং জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরাসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে বিকাল ৫টার দিকে এনসিপি’র নেতৃবৃন্দ ফরিদপুর থেকে রাজবাড়ী শহরের বড়পুুল মোড়ে এসে পৌঁছান। এ সময় জেলার নেতৃবৃন্দ তাদের অভ্যর্থনা জানান। পরে বড়পুল মোড় থেকে পদযাত্রা করে ১নং রেলগেটে শহীদ স্মৃতি ফলক চত্বরের সমাবেশ স্থলে আসেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে এনসিপির নেতারা ফরিদপুর থেকে রওনা হয়ে বিকাল ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে আসেন এবং সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেন।
এদিকে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে নাশকতা এড়াতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পোশাকধারী পুলিশের পাশাপাশি ডিবি ও সাদা পোশাকে পুলিশ মাঠে কাজ করে।