মুজিব শতবর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের জামসাপুর গ্রামের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে সরকারী বরাদ্দকৃত গৃহ প্রদানের জন্য গতকাল ১৮ই নভেম্বর সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা সেখানকার সরকারী খাস জমি পরিদর্শন করেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা প্রকৌশলী বাদশা আলমগীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরীন সুলতানা, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন ।