ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
৪র্থ দিনের মতো কর্মবিরতি পালন করলেন রাজবাড়ী জেলার কালেক্টরেট সহকারীরা
  • সোহেল মিয়া
  • ২০২০-১১-১৮ ১৩:২২:৪৮
পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটি কর্তৃক পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী গতকাল ১৮ই নভেম্বর টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করে রাজবাড়ী জেলার কালেক্টরেট সহকারীরা -মাতৃকণ্ঠ।

পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)-এর কেন্দ্রীয় কমিটি কর্তৃক পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী গত ১৫ই নভেম্বর থেকে কর্মবিরতি পালন করে চলেছেন সারা দেশের মাঠ প্রশাসনের জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে কর্মরত কালেক্টরেট সহকারীরা। 
  এরই ধারাবাহিকতায় গতকাল ১৮ই নভেম্বর টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করেন রাজবাড়ী জেলার কালেক্টরেট সহকারীরা। কর্মবিরতি চলাকালে বাকাসস-এর রাজবাড়ী জেলা শাখার ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের নীচতলায় দাবী সম্বলিত ব্যানারসহ অবস্থান করেন কালেক্টরেট সহকারীরা। 
  অবস্থান চলাকালে বাকাসস-এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবু দাইয়ান মোল্লা জাহাঙ্গীর, কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা চৌধুরী, জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গোলাম পাঞ্জাতন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আমিন উদ্দিন শেখ, সহ-সভাপতি সুশান্ত কুমার শিকদার, সাংগঠনিক সম্পাদক বাসুদেব কুমার সরকার, সদস্য খালেদা ফেরদৌস, শফিকুর রহমান শফিক ও সুভাষ শীল প্রমুখ বক্তব্য রাখেন। 
  বক্তাগণ বাকাসস-এর দাবীগুলোর যৌক্তিকতা তুলে ধরে অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা কাজ ফেলে কর্মবিরতি পালন করতে চাই না। কিন্তু আমাদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণসহ অন্যান্য যৌক্তিক দাবীগুলো বাস্তবায়ন করা না হলে আমরা আমাদের কর্মবিরতির কর্মসূচী চালিয়ে যাবো এবং তাতেও দাবী পূরণ করা না হলে আগামী ৫ই ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের কর্মসূচীতে যোগদান করবো। সেখান থেকে পরবর্তী কর্মসূচী ঘোষণার পর আমরা সে অনুযায়ী কাজ করবো। রাজবাড়ীর পাশাপাশি জেলার পাংশা, বালিয়াকান্দি, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার কালেক্টরেট সহকারীরাও একইভাবে কর্মবিরতি পালন এবং কর্মবিরতি চলাকালে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয় প্রাঙ্গণে একইভাবে অবস্থান করেন।   

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ