ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
করোনায় আক্রান্ত হয়ে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়ার মৃত্যু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১১-২০ ১৩:১৫:৪৮
মোঃ নুরুজ্জামান মিয়া।

করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুজ্জামান মিয়া(৬৭) গতকাল ২০শে নভেম্বর রাত ৯টা ৪০ মিনিটে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকাবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

  মৃতুকালে তিনি স্ত্রী, ১পুত্র ও ১কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও শুভানুধায়ী রেখে গেছেন। 

  জানা গেছে, সম্প্রতি আলহাজ্ব মোঃ নুরুজ্জামান মিয়া করোনা পজিটিভ হলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হৃদরোগসহ অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন। রাজবাড়ী হাসপাতালে ৯দিন চিকিৎসার পর তিনি গোয়ালন্দ রেলগেট সংলগ্ন হারেজ মিয়ার পাড়াস্থ নিজ বাড়ীতে ফেরেন। সেখানে ১দিন থাকার পর ফের অসুস্থ্য হয়ে পড়লে তাকে প্রথমে রাজবাড়ী হাসপাতালে আনা হলে সেখান থেকে ফরিদপুরে রেফার করা হয়। গত ১৬ই নভেম্বর তাকে ফরিদপুর থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে তাকে লাইফ সাপোর্টে চিকিৎসা চলে আসছিল। গতকাল ২০শে নভেম্বর রাত ৯টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

  আলহাজ্ব মোঃ নুরুজ্জামান মিয়া গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ত্যাগী একজন নেতা ছিলেন। তিনি গোয়ালন্দ পৌরসভা গঠিত হবার পর পৌর প্রশাসক নিযুক্ত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে গোয়ালন্দ উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।  

  সংসদ সদস্যর শোক প্রকাশ ঃ গোয়ালন্দ উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুজ্জামান মিয়ার মৃত্যুতে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী গভীর শোক প্রকাশ করেছেন। 

  এক শোক বার্তায় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, মোঃ নুরুজ্জামান মিয়ার মৃত্যুতে গোয়ালন্দ উপজেলায় আওয়ামী লীগের রাজনীতিতে অপূরণীয় এক ক্ষতি হলো। গোয়ালন্দের রাজনীতির ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

  জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের শোক প্রকাশ ঃ গোয়ালন্দ উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুজ্জামান মিয়ার মৃত্যুতে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী এবং গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মন্ডল গভীর শোক প্রকাশ করেছেন

  গতকাল ২০শে নভেম্বর রাতে পৃথক শোকবার্তায় তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ