ঢাকা সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫
রাজবাড়ীতে জাতীয়তাবাদী তরুণ দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৯-০৬ ২০:০৩:৪৯

জাতীয়তাবাদী তরুণ দল রাজবাড়ী জেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা গতকাল ৬ই সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের সজ্জনকান্দা এলাকার সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
 পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
 সভার শুরুতে তরুণ দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
 অন্যান্যের মধ্যে রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, সাবেক যুবদলের নেতা আব্দুল খালেক, জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা তরুণ দলের সাবেক আহ্বায়ক নেকবর হোসেন মনি, জাতীয়তাবাদী তরুণ দল রাজবাড়ী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি রিফাত বিন আসাদ ও সাধারণ সম্পাদক তুরান আহসান টুটুল বক্তব্য রাখেন।
 সভায় সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তরুণ দলের নবগঠিত কমিটির নেতাদের উদ্দেশ্যে বলেন, একটি সুন্দর বাংলাদেশ গঠনে তরুণদের সহযোগিতা নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার তারেক রহমানের নেতৃত্বে গঠিত জাতীয়তাবাদী তরুণ দলের মাধ্যমে একটি সুন্দর ও সুসংগঠিত সংগঠন উপহার দেওয়া এবং জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে হবে।
 তিনি জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী জেলা তরুণ দলের নেতৃবৃন্দ সব সময় কাজ করে যাবে বলে জানান।
 আলোচনা শেষে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা তরুণ দলের নেতৃবৃন্দ। পরে জেলা তরুণ দলের নবগঠিত কমিটির সদস্যদের ফুলের মালা পড়িয়ে দেন সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
 পরিচিতি সভায় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, জেল কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এস এম শাহরিয়ার জামান রাজিব ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
 

রাজবাড়ীতে প্রথম ধাপের আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
 রাজবাড়ীতে ইসলামিক ফাউন্ডেশনের  আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপন
রাজবাড়ীতে জিয়া মঞ্চের পৌর শাখার কমিটি ঘোষণা॥সভাপতি রাকিব ও সম্পাদক বাবলা
সর্বশেষ সংবাদ