ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
আমিরাতে ভিসার জরিমানা মওকুফের মেয়াদ ৩১শে ডিসেম্বর পর্যন্ত বেড়েছে
  • আমিরাত থেকে ওবায়দুল হক মানিক
  • ২০২০-১১-২০ ১৩:৫৮:৩২

সংযুক্ত আরব আমিরাতে ভিসার জরিমানার মেয়াদ আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। 
  এতে এ বছরের শেষ অবধি মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের সাধারণ ক্ষমার সুযোগ প্রদান করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ(আইসিএ) ঘোষণা করেছে, যেসব অবৈধ অধিবাসীর ভিসার মেয়াদ ১লা মার্চের আগে শেষ হয়ে গেছে তারা ডিসেম্বর বা তার আগে আমিরাত ত্যাগ করতে সক্ষম হলে তাদের জরিমানা মওকুফ করা হবে। একই সঙ্গে আমিরাতের আইডি এবং ওয়ার্ক পারমিট সংক্রান্ত সমস্ত দন্ড এবং নিষেধাজ্ঞাসমূহ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন এইসিএ’র বৈদেশিক ইমিগ্রেশনের মহাপরিচালক সাঈদ রাকন আল রশিদী। এর পাশাপাশি ভিসা লঙ্ঘনকারীরা তাদের অবস্থানকে বৈধ করার জন্য আরো একটি সুযোগও পাবে।   
  উল্লেখ্য, আমিরাত সরকারের চলতি বছরের ১৪ই মে’র ঘোষণা অনুযায়ী, স্বল্প মেয়াদী সাধারণ ক্ষমা গত ১৭ই নভেম্বর শেষ হয়েছে। 

 

 কাতারে বাংলাদেশী মালিকানাধীন সামিয়া রেস্টুরেন্টের দ্বিতীয় ব্রাঞ্চের শুভ উদ্বোধন
যুক্তরাজ্যে বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের সাথে দলীয় নেতাকর্মীদের মতবিনিময়
রাজবাড়ী জেলাবাসীর প্রতি ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের আহবান-
সর্বশেষ সংবাদ