ঢাকা শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
বালিয়াকান্দিতে সপ্তাহব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন ও স্বাস্থ্য উপকরণ বিতরণ শুরু
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-১১-২১ ১৪:২৭:১২
করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় গতকাল ২১শে নভেম্বর বালিয়াকান্দিতে সচেতনতামূলক ক্যাম্পেইন ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ(দ্বিতীয় ঢেউ) মোকাবেলায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে সচেতনতামূলক ক্যাম্পেইন ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ শুরু হয়েছে।
  বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২১শে নভেম্বর করোনা নিয়ন্ত্রণ সপ্তাহের (২১শে নভেম্বর-২৭শে নভেম্বর) প্রথম দিনে বালিয়াকান্দি বাজার, নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার, জঙ্গল ইউনিয়নের জঙ্গল বাজার ও সমাধিনগর বাজারে সচেতনতামূলক ক্যাম্পেইন ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ (মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার প্রভৃতি) বিতরণ করা হয়। এর পাশাপাশি উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত হাত ধোয়ার বেসিন পুনরায় চালু করা হয়। 
  এ সময় উপজেলা করোনা ভাইরাস কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা করোনা ভাইরাস কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলী, জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কল্লোল কুমার বসু, সমাধিনগর আর্য্য সংঘ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারোদ কুমার বাছাড় ও সমাধিনগর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নির্মল কুমার বিশ^াসসহ ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

পাংশা উপজেলা চেয়ারম্যান প্রার্থী খন্দকার সাইফুল বুড়োর বিশাল নির্বাচনী কর্মী সভা
কালুখালী উপজেলায় মৎস্য দপ্তরের সচেতনামূলক সভা
গোয়ালন্দে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ