ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
বালিয়াকান্দির বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলীর ইন্তেকাল॥রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-১১-২২ ১৪:০৮:৩২

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলী(৯০) গতকাল ২২শে নভেম্বর ভোরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

  মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ পুত্রসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন

  গতকাল রবিবার দুপুরে নিজ বাড়ীতে জানাযার নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজের পূর্বে অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব গোলাম রহমান মিঞা, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখসহ মরহুমের সহযোদ্ধারা কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রাজবাড়ী জেলা পুলিশের একটি দল তার মরদেহকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার প্রদান শেষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। 

জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘদিন নদেশ পরিচালিত হোক বিএনপি তা চায়না---মিন্টু
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে দৌলতদিয়ায় বিক্ষোভ মিছিল
পাংশা শহরে তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ