ঢাকা বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
রাজবাড়ী থানায় মামলা দায়ের রামকান্তপুরে পূর্ব শত্রুতায় রঙ মিস্ত্রিকে কুপিয়ে জখম
  • আশিকুর রহমান
  • ২০২৫-১০-২৫ ১৫:৩৬:৪৪

.রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে গত ২৩শে অক্টোবর সন্ধ্যা সোয়া ৬টার দিকে পূর্ব শত্রুতার জেরে রঙ মিস্ত্রি মোঃ রনি পাটোয়ারী (২৫)কে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 এ ঘটনায় গত ২৪শে অক্টোবর রাতে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী রনির পিতা মোঃ আবুল হোসেন পাটোয়ারী।
 মামলার আসামীরা হলো- রনির প্রতিবেশী অন্তর বিশ্বাস(২২), মুক্তার বিশ্বাস(৪৫) ও মা রোমানা বেগম(২৫)।
 আহত রনির বাবা মোঃ আবুল হোসেন পাটোয়ারী জানান, অন্তর, মুক্তার ও রোমানা বেগমের সঙ্গে রনির পূর্বে থেকে  বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে তারা রনিকে মারধর করবে বলে হুমকি দিয়ে আসছিল। গত ২৩শে অক্টোবর সন্ধ্যা সোয়া ৬টার দিকে রনি তার বাইসাইকেলে বাড়ি ফেরার পথে রামকান্তপুর পশ্চিম পাড়া কবরস্থান সংলগ্ন রব মিয়ার মুদি দোকানের সামনে ইটের রাস্তার ওপর পৌঁছানো মাত্রই অন্তর, মুক্তার ও রোমানা লোহার রড, ধারালো চাপাতি ও ছ্যানদা নিয়ে রনির পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় রনি গালিগালাজ করতে নিষেধ করলে তারা রনিকে কিল, ঘুষি, লাথিসহ লোহার রড দিয়ে মারপিট করে। এরপর অন্তর চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে রনির মাথায় কোপ দিতে গেলে কোপটি লক্ষ্যভ্রষ্ট হয়ে রনির ডান বাহুতে লেগে গুরুতর জখম হয়। তখন মুক্তার তার হাতে থাকা ধারালো ছ্যানদা দিয়ে হত্যার উদ্দেশ্যে রনির মাথায় কোপ দিতে গেলে রনির পিঠের ডান পাশে একটি কোপ লেগে মারাত্মক গুরুতর জখম হয়। এ সময় রনি মাটিতে পড়ে গেলে তারা রনিকে এলোপাতাড়ি মারপিটসহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শরীরের আরো বিভিন্ন স্থানে জখম করে। রনির ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।
 মোঃ আবুল হোসেন পাটোয়ারী আরো বলেন, অন্তরের চাপাতির কোপে আমার ছেলের ডান বাহুতে গুরুতর জখম হয়ে ৩৫টি সেলাই লেগেছে। এছাড়া মুক্তারের ছ্যানদার কোপে আমার ছেলের পিঠের ডান পাশে কোপ লেগে গুরুতর জখম হয়ে ১৭টি সেলাই লেগেছে। আমি এ ঘটনার বিচার চাই।
 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 বালিয়াকান্দিতে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস  নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
 কালুখালীতে তারুণ্যের উৎসব উপলক্ষে মিনি ম্যারাথন অনুষ্ঠিত
 গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সর্বশেষ সংবাদ