ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে গত ৪ঠা অক্টোবর থেকে ২৫শে অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২দিন ইলিশ শিকারে সরকার নিষেধাজ্ঞা দিয়ে ছিল।
কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে অনেক অসাধু ও মৌসুমী জেলে পদ্মা নদীতে মাছ শিকার করেছে। রাজবাড়ী জেলায় চলতি ২০২৫ বছরে ইলিশ সংরক্ষণ অভিযানে মৎস্য বিভাগের সাফল্য গত বছরের তুলনায় কম দেখা গেছে।
এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের শুরু থেকে শেষ দিন পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে মোট ২৩৩ জন জেলেকে আটক করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। ২০২৪ সালে ২৪ লক্ষ ৬০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং জেলেদের ১ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। ওই সময়ে ১ হাজার ৫৫৬ কেজি ইলিশ মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়।
তবে চলতি ২০২৫ সালের গত ৪ঠা অক্টোবর থেকে ২৫শে অক্টোবর নিষেধাজ্ঞার ২২ দিনে এ পর্যন্ত ১৭২টি অভিযানে ৫৮টি মোবাইল কোর্ট করা হয়। উক্ত সময়ে ইলিশ শিকারের দায়ে ১৭১ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদী কারাদন্ড দেওয়া হয় এবং ২২ জনের নামে নিয়মিত মামলা দায়ের করেছে নৌপুলিশ। অভিযানে ৩০ লক্ষ ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৮৩ লক্ষ ৩৬ হাজার টাকা। অভিযানে ১ হাজার ১১৮ কেজি ইলিশ মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়াও অভিযানে আটককৃত নৌকা নিলামে বিক্রি করে ৯৭ হাজার টাকা সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে। জেলেদের ১লক্ষ ২২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
গত বছরের সাথে চলতি বছরের অভিযানের তথ্য তুলনা করে দেখা গেছে, ২০২৪ সালের তুলনায় এ বছর ২০২৫ সালের জেলে আটকের সংখ্যা কম। গত বছর ২৩৩ জন জেলেকে আটক করা হয়। কিন্তু এ বছর ১৭১ জন জেলেকে আটক করা হয়েছে। আবার গত বছরের তুলনায় এবছর ইলিশ মাছ জব্দের পরিমাণও কম। গত বছর অভিযানে ১ হাজার ৫৫৬ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। কিন্তু এ বছর ১ হাজার ১১৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। গত বছরের তুলনায় এবছর ৪৩৮ কেজি মাছ কম জব্দ করা হয়েছে। আবার গত বছরের তুলনায় এ বছর জরিমানার টাকার পরিমাণও কম। গত বছর ১ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। কিন্তু এবছর ১ লাখ ২২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ৪৩ হাজার ২০০ টাকা জরিমানা কম হয়েছে।
তবে গত বছরের তুলনায় এবছর জাল জব্দ করা হয়েছে বেশি। গত বছর ২৪ লক্ষ ৬০ হাজার মিটার জাল জব্দ করা হয়। কিন্তু এ বছর ৩০ লক্ষ ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। অর্থাৎ ৫ লক্ষ ৫৫ হাজার মিটার বেশি জব্দ করা হয়েছে। এছাড়াও এ বছর আটককৃত নৌকা নিলামে বিক্রি করে ৯৭ হাজার টাকা সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে।
মৎস্য অধিদপ্তরের সর্বশেষ প্রকশিত তথ্য অনুযায়ী ২০২৩-২০২৪ সালে ইলিশ উৎপাদনের দিক থেকে রাজবাড়ীর অবস্থান ছিল ১৭তম। প্রথম অবস্থানে আছে ভোলা ১,৬৮,৬৭৪ মেঃ টন। আর রাজবাড়ীর উৎপাদন ৭৩৭ মেঃ টন।
তবে চলতি বছরের অভিযানে শুরুর দিকে এবার ইলিশ রক্ষা অভিযান হয়েছে ঢিলেঢালা ভাবে। নিবন্ধিত জেলে ছাড়াও মৌসুমী জেলেরা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে পদ্মায় নেমে ইলিশ ধরেছে। সেই ইলিশ নদীর পাড়েই অস্থায়ী হাট বসিয়ে প্রকাশ্যে বিক্রি এবং শহরের বিভিন্ন স্থানে হোম ডেলিভারী দিতে দেখা গেছে। দূরদুরান্ত থেকে ক্রেতারা এসে সস্তায় সেই ইলিশ কিনেছে।
এদিকে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে দৌলতদিয়া ফেরী ঘাট, লঞ্চ ঘাট, চলন্ত ফেরী ও লঞ্চে প্রকাশ্যে ইলিশ বিক্রি করতে দেখা গেছে। বিষয় গুলো নিউজের মাধ্যমে বিভিন্ন পত্র-পত্রিকায় উঠে আসলে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। এছাড়াও ইলিশ রক্ষা অভিযানে এবার প্রচার প্রচারণাও ছিল দায়সারা।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলার পাংশা থেকে গোয়ালন্দ পর্যন্ত পদ্মা নদীর ৫৭ কিলোমিটার এলাকা মা ইলিশের অভয়াশ্রম। জেলার ৫ হাজার ৭৭৭ জন নিবন্ধিত জেলে ইলিশ আহরণে সম্পৃক্ত। কিন্তু নিষেধাজ্ঞার ২২ দিনে ভিজিএফ এর চাল বরাদ্দ ছিলো ৫ হাজার ৪৯৭ জনের। প্রতি জেলেকে ২৫ কেজি করে মোট ১৩৭.৪৩ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।
তবে এ বছর ২৮০ জন জেলে ভিজিএফ চাল কেন পেলো না এমন প্রশ্নের জবাবে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল হক বলেন, এটা কেন্দ্রের সিদ্ধান্ত। জেলেদের জন্য ১০০% কখনো কোনো জেলাতেই দেওয়া হয় না। অন্যভাবে বললে বরাদ্দ পাওয়া যায় না। তবে এবারই সর্বোচ্চ সংখ্যক জেলেকে ভিজিএফ দেওয়া হয়েছে। আগামী জাটকা মৌসুমে আরো কম সংখ্যক জেলে এই সুবিধা পাবে।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহাবুব উল হক বলেন, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে আমরা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করেছি। আমরা দিনরাত সার্বক্ষণিক চেষ্টা করেছি নদীতে অভিযান পরিচালনা করার জন্য। অভিযান সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য জেলা ও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ, জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়নসহ সংশ্লিষ্ট অনেকেই আমাদের সহায়তা করেছে। আমরা চেষ্টা করেছি আমাদের সীমাবদ্ধতার মাঝেও সর্বচ্চটা দিয়ে অভিযান সফল করার। আমি মনে করি এবারের অভিযান সফল হয়েছে।



