ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
এবার দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ধরা পড়লো ২৯ কেজি ওজনের বাগাইড় মাছ
  • মইনুল হক মৃধা
  • ২০২০-১১-২৩ ১৪:১৫:৪২

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে এবার ২৯ কেজি ওজনের ১টি বাগাইড় মাছ ধরা পড়েছে। 

  গতকাল ২৩শে নভেম্বর ভোর রাতে দৌলতদিয়ার ৬নং ফেরী ঘাটের অদূরে জয়লাল হালদার নামে একজন জেলের জালে বিশালাকৃতির মাছটি ধরা পড়ে।  

  জেলে জয়লাল হালদার জানান, প্রতিদিনের মতো গত রবিবার দিবাগত রাতে সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ শিকার করার সময় ভোর রাতে মাছটি ধরা পড়ে। সকালে দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়তে নিয়ে গেলে নিলামে ১ হাজার ৫০ টাকা কেজি দরে ৩০ হাজার ৪৫০ টাকায় চান্দু মোল্লা নামে স্থানীয় একজন মৎস্য ব্যবসায়ী মাছটি কিনে নেন। 

  মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, আমি মাছটি ৩৪-৩৫ হাজার টাকায় বিক্রি করবো বলে আশা করছি। মোবাইল ফোনে এ ধরণের বড় মাছ কেনার মতো কয়েকজনের সাথে যোগাযোগও করেছি।

   গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা(চঃ দাঃ) রেজাউল শরীফ বলেন, বর্তমানে পদ্মা নদী থেকে ইলিশ কম ধরা পড়লেও রুই, পাঙ্গাস, বাগাইড় জাতীয় বড় বড় ধরা পড়ছে। 

 
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ