ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী সদর উপজেলা পর্যায়ের বিজ্ঞান মেলায় ইয়াছিন উচ্চ বিদ্যালয় প্রথম স্থানে
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১১-২৪ ১৪:৩৩:৫১

“পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত ২দিনব্যাপী বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছে শহরের ঐতিহ্যবাহী ইয়াছিন উচ্চ বিদ্যালয়। গত ২৩শে নভেম্বর মেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২২শে নভেম্বর রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে এই মেলা উদ্বোধন করেন। ছবিতে বামে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের নিকট থেকে পুরস্কার গ্রহণ ও ডানে প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেনের সাথে মেলায় অংশগ্রহণকারী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখা যাচ্ছে ।  

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ