ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ৮, ২০২৬
পাংশায় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ কায়কোবাদের স্মরণ সভা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৫-১১-০৯ ১৫:৩০:৩০

রাজবাড়ী জেলার পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের উপদেষ্টা, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা এবং খোকসার আবু তালেব ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শরীফ কায়কোবাদের স্মরণ সভা গতকাল ৯ই নভেম্বর বিকালে মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
 মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমানের সভাপতিত্বে এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোক্তার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দার, ড. কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা, বর্ষিয়ান কবি ও প্রাবন্ধিক রাতুল কৃষ্ণ হালদার, বরেণ্য কবি মোল্লা মাজেদ, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক, বিশিষ্ট সাহিত্য গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন ও সাংবাদিক আনোয়ারুল ইসলাম আনোয়ার প্রমূখ বক্তব্য রাখেন।
 কবিতা আবৃত্তি করেন কবি মোঃ এবাদত আলী সেখ, কবি ষড়জিৎ বিষ্ণু শ্যাম ও কবি মোঃ কোরবান আলী বিশ^াস। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দার।
 পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শামসুল হক, চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ কায়সার আলী, কবি উত্তম মিত্র ও কবি ফিরোজ মাহমুদ মুক্তার, সাংবাদিক সেলিম মাহমুদ ও মোঃ শহিদুল ইসলামসহ মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
 এর আগে গত শুক্রবার জুম্মার নামাজের পর পারিবারিক অয়োজনে পাংশা মডেল মসজিদে এবং কশবামাজাইল ইউপির সলুয়া গ্রামের মসজিদে মরহুম বীর মুক্তিযোদ্ধা শরীফ কায়কোবাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শরীফ কায়কোবাদ গত ৪ঠা নভেম্বর রাত সাড়ে ১১টায় পাংশা শহরের কলেজ পাড়াস্থ তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

দৌলতদিয়ায় নবু খাঁন স্মৃতি ডাবল ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বন্ধুত্ব একাদশ
 পাংশায় ভোক্তার অভিযানে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা
 কালুখালীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ