আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এক মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণকে কেন্দ্র করে আগামী ১৩ই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে রাজবাড়ী জেলার নিরাপত্তা জোরদারে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে যৌথ বাহিনী।
রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের বিভিন্ন স্থানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ একাধিক যায়গায় চেকপোস্ট বসিয়ে নিরাপত্তার অংশ হিসেবে ঢাকামুখী বিভিন্ন যানবাহনে তল্লাশি করছে। গতকাল বুধবার সকাল থেকে এই তল্লাশি শুরু হয়েছে এবং আগামীকালও চলবে বলে জানিয়েছে পুলিশ।
সরেজমিনে গতকাল বুধবার বিকালে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে যৌথ বাহিনীর চেকপোস্ট ঘুরে দেখা যায়, ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের ঢাকামুখী বসানো চেকপোস্টে বিভিন্ন গণপরিবহন, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ সড়কে চলাচলরত সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি, যাত্রীদের গন্তব্য ও কোথা থেকে তারা আসছেন সে বিষয়ে জিজ্ঞাসা করা হচ্ছে।
তল্লাশির সময়ে বিভিন্ন গণপরিবহনে থাকা যাত্রীদের ব্যাগ তল্লাশি করা ছাড়াও মুঠোফোনের গ্যালারি ঘেঁটে সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা, তা দেখছে যৌথ বাহিনী।
যাত্রীদের মোবাইল তল্লাশির বিষয়ে জানতে চাইলে পুলিশের এক কর্মকর্তা বলেন, অনেকে নাশকতা সৃষ্টি করতে চায়। সেগুলোকে আমরা মোবাইল, ব্যাগ বা অন্যান্য জায়গাগুলো চেক করে দেখার চেষ্টা করি যে নাশকতার কোনো উপকরণ আছে কিনা।’
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে রাজধানীর প্রবেশপথ, গোয়ালন্দ উপজেলার মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্ট থেকে সন্দেহভাজন কেউ থাকলে তাকে আটক করা হবে।



