ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ৮, ২০২৬
বালিয়াকান্দিতে প্রখ্যাত সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালন
  • তনু সিকদার সবুজ
  • ২০২৫-১১-১৩ ১৪:৩৭:৩০

.রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ঔপন্যাসিক বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
 গতকাল ১৩ই নভেম্বর বৃহষ্পতিবার বেলা ১১টায় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্স প্রাঙ্গণে মীরের সমাধিতে জেলা প্রশাসক, বাংলা একাডেমি, মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন।
 পুষ্পমাল্য অর্পন শেষে মীর মশাররফ হোসেনের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উপজেলা প্রশাসন ও বাংলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
 রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মোঃ সেলিম রেজা।
 বিশেষ অতিথি হিসেবে বাংলা একাডেমির পরিচালক সমীর কুমার সরকার ও ড. সরকার আমিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, প্রবন্ধ উপস্থাপনা করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও সাবেক ডিন ড. তুহিন ওয়াদুদ, বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন সহকারী অধ্যাপক মোঃ শাহজালাল, রাজবাড়ী জেলা মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির এবং বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি মুন্সী আমীর আলী মুন্সি প্রমূখ।
 এ সময় উপজেলা সহকারী কমিমনার(ভূমি) এহসানুল হক শিপন, থানা অফিসার ইনচার্জ(ওসি) জামাল উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

দৌলতদিয়ায় নবু খাঁন স্মৃতি ডাবল ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বন্ধুত্ব একাদশ
 পাংশায় ভোক্তার অভিযানে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা
 কালুখালীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ