ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ৮, ২০২৬
ধুলদিজয়পুরে ব্যক্তি মালিকানা জমি থেকে গাছ কাটায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১১-১৪ ১৪:৩৭:১২

.রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদিজয়পুর গ্রামে ব্যক্তি মালিকানা জমি থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে।
 এ ঘটনায় গত ১৩ই নভেম্বর সন্ধ্যায় রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেছে ওই ইউনিয়নের রূপপুর গ্রামের নাছির মাস্টারের ছেলে মোঃ রাকিবুল হাসান সজিব(২৮)। 
 অভিযুক্তরা হলো- একই ইউনিয়নের ধুলদিজয়পুর গ্রামের মোঃ রশিদ(৩০), সাহাজান(৫৫), সালেহা(৪০), শারমিন(২৫)। 
মোঃ রাকিবুল হাসান সজিব বলেন, রশিদের বাড়ির পাশে আমাদের ৫ শতাংশ জমিতে মেহগনি বাগান রয়েছে। গত ১৩ই নভেম্বর বিকেল ৩ টার দিকে রশিদ আমাদের ওই বাগান থেকে মেহগনি গাছ কাটতে থাকে। আমি সেখানে গিয়ে গাছ কাটার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে গেলে রশিদ আমার স্মার্টফোন ও কাছে থাকা নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এতে আমি বাধা দিলে সাহাজাহান, সালেহা ও শারমিন এগিয়ে এসে আমাকে গালিগালাজ করতে থাকে ও মারার জন্য তেড়ে আসে। পরে তারা আমাদের বাগান থেকে ৮টি সুপারি গাছ ও ১২টি মেহেগুনি গাছ কেটে ফেলে। যে কারণে আমি ন্যায় বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ করেছি।
 অভিযুক্ত মোঃ রশিদ বলেন, সজিবের বাবা নাছির মাস্টারের কাছ থেকে আমার বাবা কুদ্দুস সেখ অনেক বছর আগে আমাদের বাড়ির পাশের এই ৫ শতাংশ জমি ক্রয় করেন। নাছির মাস্টার জমির ভোগদখল বুঝিয়ে দিলেও জমিটি রেজিস্ট্রি করে দেন না। এ নিয়ে আমাদের ইউনিয়ন পরিষদে আমরা মামলা করেছিলাম। তারা পরিষদে হাজিরাও দেননি। যে কারণে মামলার আদেশ আমাদের পক্ষে এসেছে। আর আমাদের ভোগদখলকৃত জমির বাগানের গাছ আমি কেটেছি। আমি তাদের কোন গাছ কাটিনি।
 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

দৌলতদিয়ায় নবু খাঁন স্মৃতি ডাবল ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বন্ধুত্ব একাদশ
 পাংশায় ভোক্তার অভিযানে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা
 কালুখালীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ