ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
গোয়ালন্দে ২দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন
  • মইনুল হক মৃধা
  • ২০২০-১১-২৪ ১৪:৪৫:৫২
গোয়ালন্দ উপজেলা পরিষদ প্রাঙ্গণে গতকাল ২৪শে নভেম্বর সকালে ২দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে -মাতৃকণ্ঠ।

৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় এবং গোয়ালন্দ উপজেলা প্রশাসন এই বিজ্ঞান মেলার আয়োজন করেছে। 

  গতকাল ২৪শে নভেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার উদ্বোধনকালে গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার(ভূমি) রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার নিজাম উদ্দিন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

  উল্লেখ্য, বিজ্ঞান মেলায় ৮টি স্টল (প্রপার হাই স্কুল, নাজির উদ্দিন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, কামরুল ইসলাম কলেজ, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ, শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা কৃষি অফিস, দৌলতদিয়া মডেল হাই স্কুল ও চৌধুরী আব্দুল হামিদ একাডেমী) অংশগ্রহণ করেছে। 

 
পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ