কৃষি ব্যাংকের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া শাখায় গতকাল ২৫শে নভেম্বর করোনাকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা স্কিমের আওতায় সিএমএসএসমই খাতের ঋণ বিতরণ ও বকেয়া ঋণ আদায় করা হয়।
সকাল থেকে দিনব্যাপী এ কার্যক্রম চলাকালে ৯ লক্ষ টাকা ঋণ বিতরণ ও ২.০৩ লাখ টাকার বকেয়া ঋণ আদায় করা হয়। এর পাশাপাশি ব্যাংকে কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যস্থাপক অধীর চন্দ্র দাস, রতনদিয়া শাখার ব্যবস্থাপক শেখ মাসুম, কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, রওশন আলী, রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।