ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
কালুখালীর রতনদিয়ায় সচেতনতামূলক ক্যাম্পেইন॥স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
  • কালুখালী প্রতিনিধি
  • ২০২০-১১-২৫ ১৫:১৭:২৩

করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ(দ্বিতীয় ঢেউ) মোকাবেলায় সরকারীভাবে দেশব্যাপী করোনা নিয়ন্ত্রণ সপ্তাহ (২১শে নভেম্বর-২৭শে নভেম্বর) পালনের মাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে স্বাস্থ্য বিধি অমান্যকারীদের জরিমানা হচ্ছে। 

  এরই ধারাবাহিকতায় গতকাল ২৫শে নভেম্বর সকালে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে রতনদিয়া বাজারে সচেতনতামূলক ক্যাম্পেইন,  স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী(মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার) ও লিফলেট বিতরণ করা হয়। 

  এর পাশাপাশি মাস্ক না পরার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ২জনকে ৪শত টাকা জরিমানা করা হয়। 

  ক্যাম্পেইন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলম। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জয়ন্ত কুমার দাস, পুলিশ ও স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ