ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বালক অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা ও খেলোয়াড় বাছাই গত ৫ই জানুয়ারী দুপুরে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার আল আমীন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, বিশেষ অতিথি ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল। আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য কৌশিক আহমেদ শাহীনসহ ক্রীড়া মোদী অনেক ফুটবলার।
জানাগেছে, ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতায় রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক খেলোয়াড়রা অংশগ্রহণ করে। আনন্দমুখর পরিবেশে বালক অনূর্ধ্ব-১৫ প্রতিভাবান ফুটবল খেলোয়াড় বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাছাই করে প্রতি দলে ১৫ জন করে মোট ৬টি দল করা হয়। এদের মধ্যে খেলা চলাকালীন যারা ভালো খেলোয়াড় তাদেরকে বাছাই করে পরবর্তীতে ১৫ সদস্যের মোট ৪টি দল করা হয়। এদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হয়।
উল্লেখ্য, এই প্রতিযোগিতা থেকে বাছাইকৃত এই প্রতিভাবান খেলোয়াড়েরা বিভাগীয় পর্যায়ে অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবলে অংশগ্রহণের সুযোগ পাবে।



