রাজবাড়ী সদর থানা পুলিশ পৌর এলাকায় অভিযান চালিয়ে ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আলমগীর শেখকে গ্রেপ্তার করেছে।
গতকাল ৬ই জানুয়ারী বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোন্দকার জিয়াউর রহমান। গ্রেপ্তারকৃত মোঃ আলমগীর শেখ রাজবাড়ী পৌর এলাকার কাজীকান্দা গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আলমগীর একটি মামলায় ১বছরের কারাদন্ড প্রাপ্ত আসামী। তার সাজা হবার পর থেকেই আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতের সোপর্দ করা হয়েছে।



