ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ৮, ২০২৬
গোয়ালন্দে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২৬-০১-০৬ ১৪:১৫:০৬

রাজবাড়ী জেলার গোয়ালন্দে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপজেলা শাখার আয়োজনে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। 
 দুই দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে গতকাল ৬ই জানুয়ারী দুপুরে উপজেলা দৌলতদিয়া মডেল হাইস্কুলে মাঠে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস পুরস্কার বিতরণ করেন। 
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলার একাডেমিক সুপার ভাইজার তাহমিনা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাফফর আহমেদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
 এ সময়ে  সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিবৃন্দ বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম, লেখা পড়ার পাশাপাশি নিয়মিত লেখাধূলা করলে ভবিষ্যতে ভালো একজন খেলোয়াড় হয়ে উঠতে পারো। খেলাধুলা শারিরীক গঠনে সাহায্য করে এবং মাদক দ্রব্য থেকে দূরে রাখে। মোবাইল আসক্তি এড়িয়ে বেশি বেশি লেখা পড়া ও খেলাধুলা করতে পরামর্শ প্রদান করেন।

 

দৌলতদিয়ায় নবু খাঁন স্মৃতি ডাবল ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বন্ধুত্ব একাদশ
 পাংশায় ভোক্তার অভিযানে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা
 কালুখালীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ