রাজবাড়ীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় মোবাইল কোর্টের অভিযানে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ৬ই জানুয়ারী দুপুরে রাজবাড়ী বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিক।
জানা গেছে, সরকার নির্ধারিত দামের থেকে অধিক দামে রাজবাড়ীর বিভিন্ন বাজারে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে রাজবাড়ী বাজারের বিভিন্ন খুচরা ও পাইকারি গ্যাস প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় মেসার্স এ আহাদ ট্রেডার্সকে ১০ হাজার টাকা, হাসান কনস্ট্রাকশনকে ৫ হাজার টাকা ও মেসার্স সপ্তবর্ণা ট্রেডার্সকে ১৫ হাজার টাকাসহ সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিক বলেন, জেলা প্রশাসনের কাছে অনেক অভিযোগ এসেছিলো যে ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার ভোক্তাদের কাছে বিক্রি করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে জেলার বিভিন্ন এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকানে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রেখেছি। তারই ধারাবাহিকতায় ৩টি প্রতিষ্ঠানকে আমরা সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করেছি। একই সাথে এই জেলার অলিতে-গলিতে যেখানেই অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হবে সেখানেই জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ডিলারদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।
মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা করে জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, জেলা প্রশাসনের পেশকার মোঃ রাজু আহমেদসহ জেলা পুলিশের টিম।



