রাজবাড়ী জেলার বালিয়ান্দিতে মাস্ক না পরে স্বাস্থ্য বিধি ভঙ্গ করার দায়ে ৪জনকে ১৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ২রা ডিসেম্বর দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানা বালিয়াকান্দি বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ২৪(২) ধারায় মাস্ক না পরে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি ভঙ্গকারী ৪জনকে এই জরিমানা করা হয়। এছাড়াও মাস্ক বিতরণসহ বিভিন্ন যানবাহনে মাস্ক পরার ব্যাপারে সতর্কীকরণ সম্বলিত স্টিকার লাগিয়ে দেয়া হয়।