ঢাকা শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
পাংশায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড SL8H জাতের বীজ বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২০-১২-০৩ ১৩:২৮:০৮
পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড ঝখ৮ঐ জাতের বীজ বিতরণের উদ্বোধন করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ৩রা ডিসেম্বর সকালে ২০২০-২০২১ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড SL8H জাতের বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। 

  পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড SL8H জাতের বীজ বিতরণের উদ্বোধন করেন।

  জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুল আলম মিয়া, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ।

  কৃষিবিদ রতন কুমার ঘোষ জানান, কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাবেন বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড SL8H জাতের বীজ। 

  উদ্বোধন অনুষ্ঠানে প্রত্যেক কৃষকের মাঝে ২কেজি করে বোরো ধানের হাইব্রিড SL8H জাতের বীজ বিতরণ করা হয়। হাইব্রিড SL8H জাতের বোরো ধান আবাদে সংশ্লিষ্ট এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ গ্রহণের আহবান জানান তিনি।

 
গোয়ালন্দে নানা আয়োজনে শেষ হলো  তিন দিনব্যাপী ১৫৩তম ফকিরী মেলা
বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ