ঢাকা শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
গোয়ালন্দ পৌর মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৭ প্রার্থীর মধ্যে ভোটাভুটি
  • মইনুল হক মৃধা
  • ২০২০-১২-০৪ ১৩:৪৩:৩৬
পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারী ৮জনের মধ্যে ৭জন মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারী ৭জনের মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে।  

  গত ৩রা ডিসেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এর আগে গত ২রা ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত ৮জন মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর আবেদনপত্র জমা দিয়েছিলেন। পরে ভোটাভুটির আগেই তাদের মধ্যকার ১জন (পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাদল বিশ্বাস) আবেদনপত্র প্রত্যাহার করে নেন। 

  গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কোরবান আলী জানান, দলীয় প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে পৌর কমিটির ৬০ জন ভোট দেন। আবেদনকারী ৭জনের মধ্যে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল ৪৫ ভোট, সাবেক সভাপতি ও নজরুল ইসলাম মন্ডলের স্ত্রী তামান্না আক্তার কাকলী নজরুল ৬ ভোট, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সালাহ উদ্দিন মাহমুদ রেজা ৫ ভোট, আইন বিষয়ক সম্পাদক এডঃ নাজিরুল ইসলাম ১ ভোট, উপজেলা যুবলীগের সদস্য শেখ শালিমুজ্জামান হিরন ১ ভোট, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোঃ নিজামের ছোট ভাই শেখ মোঃ নজরুল ইসলাম ১ ভোট এবং গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম ০ (শূন্য) ভোট পেয়েছেন।

রাজবাড়ীর চারটি উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৪ ও প্রদর্শনীর উদ্বোধন
গোয়ালন্দের প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে অর্থ সহায়তা প্রদান
ঘুরতে বেড়িয়ে পাংশায়  দুই স্কুল ছাত্রী নিখোঁজ
সর্বশেষ সংবাদ