ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী সদরের মিজানপুরে চেয়ারম্যান প্রার্থী টুকুর সমর্থনে চর জৌকুড়ীতে সমাবেশ
  • রফিকুল ইসলাম
  • ২০২০-১২-০৫ ১৩:২৯:৫৯
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহম্মেদ টুকু গতকাল ৫ই ডিসেম্বর বিকালে চর জৌকুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনী সমাবেশ বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহম্মেদ টুকু’র সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ৫ই ডিসেম্বর বিকালে মিজানপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর জৌকুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই নির্বাচনী সভার আয়োজন করা হয়। 

  স্থানীয় মুরুব্বী আব্দুল গণি মন্ডলের সভাপতিত্বে এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক সাইফুর রহমান শাহীনের সঞ্চালনায় সভায় সমাবেশে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ আমিন উদ্দিন আহম্মেদ টুকু, অন্যান্যের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক রাজু, কৃষি বিষয়ক সম্পাদক শেখ ফরিদ, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সালাম বিশ্বাস, সহ-সভাপতি আজম মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু, শেখ রাসেল শিশু কিশোর মেলার জেলা শাখার সভাপতি শামীম সিকদার, মিজানপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কুদ্দুস সরদার, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পারুল বেগম, সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার মিতা, ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি তাপসী বিশ্বাস অন্তরা, ১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি রহিমা খাতুন, মিজানপুর ইউনিয়ন(পশ্চিমাঞ্চল) ছাত্রলীগের সভাপতি ইমরান নাজির, স্থানীয় আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান মৃধা, রাজ্জাকুল আলম রাজু, সবুজ মন্ডল, কাজী লোকমান হোসেন ও হারুন মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। 

  এ সময় ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মাজেদ মন্ডল, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান নাজমুল, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মন্ডল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল মন্ডল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুবেল, চন্দনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রোমানা আক্তার, সাংগঠনিক সম্পাদক মেরিনা আক্তার, কৃষি ব্যাংকের রাজবাড়ী আঞ্চলিক শাখার কর্মচারী আব্দুল লতিফসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  সমাবেশে চেয়ারম্যান প্রার্থী মোঃ আমিন উদ্দিন আহম্মেদ টুকু মিজানপুর ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, যারা আসন্ন নির্বাচনে প্রার্থী হবেন- আপনারা তাদের সম্পর্কে জানেন। যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দিবেন। চেহারা দেখে নয়, কর্ম দেখে ভোট দিবেন। দল-মত নির্বিশেষে সবার কাছে অনুরোধ রাখবো আমাদের একটিবার সুযোগ দিবেন। আমি চেয়ারম্যান হলে ইউনিয়ন পরিষদ আপনার দুয়ারে আসবে। সকল ধরণের সুবিধা পাবেন। অর্থের প্রতি আমার কোন লোভ নাই। সৎ পথে উপার্জন করি-পরিশ্রম করি, তাই দিয়ে মানুষের সেবা করি। আপনাদের জন্য কাজ করতে চাই। জীবনের বাকী সময়টুকু আপনাদের সেবা করতে চাই। আমি কোন দলবাজী করি না। সবাইকেই আপন ভেবে কাজ করি। আমি বিগত ৩৫ বছর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় কারো সাথে কোন খারাপ ব্যবহার করি নাই। বিএনপির কোন নেতাকর্মী বলতে পারবে না আমি তাদের কারো সাথে খারাপ ব্যবহার করেছি। নিরপেক্ষভাবে নিঃস্বার্থভাবে কাজ করেছি। ইউনিয়নের প্রতিটি মানুষের আপদে-বিপদে পাশে থেকে কাজ করেছি। আমি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদ হবে সর্বদলীয়। প্রতিটি ওয়ার্ড পরিচালিত হবে সর্বদলীয় কমিটির মাধ্যমে। যতক্ষণ আমার নিঃশ্বাস আছে, আমি আপনাদের সাথে আছি।  

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ