ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
পাংশায় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী
  • মোক্তার হোসেন
  • ২০২০-১২-০৮ ১৩:২৭:৫১
পাংশায় গতকাল মঙ্গলবার পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ এবং কোভিড-১৯ মোকাবেলায় মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ ৬-৮ ডিসেম্বর-২০২০ অনুষ্ঠিত হয়েছে। 
  গত ৬ই ডিসেম্বর শুরু হয়ে গতকাল মঙ্গলবার ৮ই ডিসেম্বর কর্মসূচি শেষ হয়।
  জানা যায়, গতকাল মঙ্গলবার সমাপনীতে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ৩৭জনের ইমপ্লান্ট করা হয়। 
  সমাপনী অনুষ্ঠানে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জিয়াউল হোসেন, পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার খন্দকার সফিকুল ইসলাম ও রাজবাড়ী জেলা এমওসিসির কনসালটেন্ট ডাঃ আব্দুল কুদ্দুসসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
  পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার খন্দকার সফিকুল ইসলাম বলেন, এবারের সেবা ও প্রচার সপ্তাহে পরিবার পরিকল্পনা দপ্তরের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাবান, হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।

 

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ