আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল ৯ই ডিসেম্বর বিকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মহিলা বিষয়ক অধিদপ্তরের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ের নির্বাচিত ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃ দাঃ) আব্দুস সালাম, উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুল ইসলাম মামুন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর, বালিয়াকান্দির অফিস সহকারী শামীমা বেগম বীণা।
আলোচনা পর্বের শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে বেনু বালা দাস, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে শিখা রাণী দে, সফল জননী ক্যাটাগরীতে রোকেয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা ক্যাটাগরীতে কাজল রেখা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ক্যাটাগরীতে সুমিত্রা বৈরাগীকে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে সম্মাননা প্রদান করা হয়।