ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
মানবাধিকার দিবস উপলক্ষে কালুখালীতে র‌্যালী-পথসভা
  • কালুখালী প্রতিনিধি
  • ২০২০-১২-১০ ১৩:০৪:১৪
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ১০ই ডিসেম্বর সকালে কালুখালীতে র‌্যালী অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ১০ই ডিসেম্বর সকালে কালুখালীতে র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। 

  রতনদিয়া বাজার থেকে র‌্যালী বের হয়ে কালুখালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পথসভার মাধ্যমে সমাপ্ত হয়। 

  র‌্যালীতে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলম, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস খান, উপজেলা কৃষি অফিসার মাছিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) জয়ন্ত কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ, কালুখালী উপজেলা ওয়র্কার্স পার্টির সভাপতি নজরুল ইসলাম জোয়ার্দ্দার, কমিশনের রাজবাড়ী জেলা শাখার কার্যকরী সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আতর, সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক রতন কুমার দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মুন্সি ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান ও শিব রঞ্জন চক্রবর্তীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘদিন নদেশ পরিচালিত হোক বিএনপি তা চায়না---মিন্টু
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে দৌলতদিয়ায় বিক্ষোভ মিছিল
পাংশা শহরে তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ