কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সরকারী কর্মকর্তা ফোরাম কালুখালীর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’-স্লোগানকে সামনে রেখে গতকাল ১২ই ডিসেম্বর বেলা ১২টায় উপজেলা রিসোর্স সেন্টারের হলরুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে সভায় উপজেলার সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোন্দকার মুহাম্মদ আবু জালাল, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাছিদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা ম্যাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) জয়ন্ত কুমার দাস, উপজেলা উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হাওয়া খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনার প্রতিবাদ জানানোসহ এ সংশ্লিষ্ট সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।