ঢাকা মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গোয়ালন্দে আলোক মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন
  • মইনুল হক মৃধা
  • ২০২০-১২-১৪ ১৩:৩৮:১৩

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গোয়ালন্দে আলোক মিছিল ও শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপজেলা শাখা। 

  গতকাল ১৪ই ডিসেম্বর সন্ধ্যায় এই কর্মসূচী পালন করা হয়। গোয়ালন্দের শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হতে আলোক মিছিল বের হয়ে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাবে গিয়ে শেষ হয়। এরপর সেখানকার শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলনসহ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১মিনিট নীরবতা পালন ও মুক্তিযুদ্ধের চেনতা সমুন্নত রাখার শপথ পাঠ করা হয়। 

  এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা মুন্সী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপজেলা শাখার সভাপতি গণেশ পাল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি ও সদস্য আসাদুজ্জামান সেলিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

কালুখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ইউএনও অফিস ও মডেল থানা পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসক সুলতানা আক্তারের যোগদান
পাংশা শহরের পিপাসা সুপার আইসক্রীম ফ্যাক্টারীকে ৪০ হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ