ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
পাংশা পৌরসভার নির্বাচন ৩০শে জানুয়ারী রিটার্নিং অফিসার কর্তৃক গণ-বিজ্ঞপ্তি জারী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১২-১৫ ১৫:১০:০৩

আগামী ৩০শে জানুয়ারী রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। 

  এ ব্যাপারে গতকাল ১৫ই ডিসেম্বর রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও পাংশা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ মাসুদুর রহমান কর্তৃক গণ-বিজ্ঞপ্তি জারী করা হয়েছে। 

  গণ-বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১শে ডিসেম্বর অফিস চলাকালীন সময় (সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) পর্যন্ত পাংশা পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীগণ রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের (পাংশা উপজেলা নির্বাচন অফিসার) কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ৩রা জানুয়ারী রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হবে এবং ১০ই জানুয়ারী পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। এরপর প্রতীক বরাদ্দ শেষে আগামী ৩০শে জানুয়ারী ভোট গ্রহণের দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটকেন্দ্রগুলোতে ‘ব্যালট পেপারে’ ভোট গ্রহণ করা হবে। রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ এই নির্বাচনের আপীল কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।    

 
রাজবাড়ী-১ আসনে অনলাইনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন এস এম নওয়াব আলী
সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে ইসির ব্রিফিং আজ
রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচন আগামীকাল॥প্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন প্রার্থী
সর্বশেষ সংবাদ