মহান বিজয় দিসব উপলক্ষে বালিয়াকান্দিতে আলোচনা সভা, স্মৃতিচারণ ও বীর শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬ই ডিসেম্বর বিকালে বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটি ও উপজেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বালিয়াকান্দি কলেজের সাবেক অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামগোপাল চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক নিতীশ কুমার রায়, সুমন কুমার মৈত্র, বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের আহ্বায়ক সঞ্জয় কুমার চৌধুরী রতন প্রমুখ বক্তব্য রাখেন।