ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দুবাইস্থ বাংলাদেশের কনস্যুলেটে মহান বিজয় দিবস উদযাপিত
  • আমিরাত থেকে ওবায়দুল হক মানিক
  • ২০২০-১২-১৬ ১৫:১২:৫৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ বাংলাদেশের কনস্যুলেটে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

  এ উপলক্ষে গতকাল ১৬ই ডিসেম্বর সকাল ৯টায় প্রথমে কনস্যুলেট প্রাঙ্গণে কনসাল জেনারেল মুহাম্মদ ইকবাল হোসেন খান কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর কনস্যুলেটের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  আলোচনার শুরুতে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন শেষে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। 

  কনসাল জেনারেল মুহাম্মদ ইকবাল হোসেন খানের সভাপতিত্বে আলোচনায় কনস্যুলেটের লেবার কাউন্সিলর ফাতিমা জাহান, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, প্রথম সচিব(পাসপোর্ট ও ভিসা) নূর-এ মাহবুবা জয়া ও প্রথম সচিব(শ্রম) ফকির মুনাওয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

 
পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ