ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
পাংশায় প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত
  • মোক্তার হোসেন
  • ২০২০-১২-১৮ ১৩:১৯:১০
পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বুধবার সকালে মহান বিজয় দিবসে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ১৬ই ডিসেম্বর সকালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত হয়েছে। 

  এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বেদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, ইউএনও বিপুল চন্দ্র দাস, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মাদ শাহাদাত হোসেন, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান ও উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।

  উপজেলা পরিষদ হলরুমে ইউএনও বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন, এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ ও পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আওয়াবুল্লাহ ইব্রাহিম প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ