রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে এবার ধরা পড়লো ২টি বিশালাকৃতির বোয়াল ও কাতল ও মাছ।
গতকাল ২০শে ডিসেম্বর ভোর রাতে দৌলতদিয়ার ছাত্তার মেম্বারের পাড়ার জামাল ও সদর উপজেলার ধাওয়াপাড়া ঘাট এলাকার শুকুর নামে ২ জেলের জামে মাছ ২টি ধরা পড়ে। ২টি মাছের ওজনই ২১ কেজি করে। সকালে মাছ ২টি দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়লে নিয়ে এলে নিলামে বোয়াল মাছটি ২১শ’ টাকা কেজি দরে ৪৪ হাজার ১শ’ টাকায় মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা এবং কাতল মাছটি ১৩শ’ ৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ৬শ’ টাকায় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা কিনে নেন। পরে বোয়াল মাছটির ক্রেতা মাসুদ মোল্লা ২২শ’ টাকা কেজি দরে ৪৬ হাজার ২শ’ টাকায় মাছটি মোবাইল ফোনে ঢাকার একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।
অপরদিকে, কাতল মাছটির ক্রেতা চান্দু মোল্লা মাছটিকে বিক্রির জন্য মোবাইল ফোনে এ ধরনের বড় মাছ ক্রেতাদের সাথে যোগাযোগ করছিলেন। এ সময় মাছ ২টিকে দেখতে অসংখ্য উৎসুক মানুষ আড়তে ভীড় জমায়।
এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা(চঃ দাঃ) রেজাউল শরীফ বলেন, এখন পদ্মা নদীতে মাঝে-মধ্যেই এ ধরনের বড় মাছ পাওয়া যাচ্ছে। এটা সরকারের বিভিন্ন উদ্যোগেরই সুফল। এ ধরনের বড় মাছ সাধারণতঃ ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা বেড় জালে ধরা পড়ে।