ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীর খানগঞ্জের চর হাটবাড়ীয়ায় কৃষি জমি থেকে মাটি বিক্রি করছে প্রভাবশালীরা॥প্রশাসন নীরব
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১২-৩০ ১৩:১৩:২৬
রাজবাড়ী সদর উপজেলার চর হাটবাড়ীয়ায় কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি ও বালু কেটে বিক্রি করছে প্রভাবশালীরা -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের চর হাটবাড়ীয়ায় কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি ও বালু কেটে বিক্রি করছে প্রভাবশালীরা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের বিরুদ্ধে নীরব থাকার অভিযোগ উঠেছে।

  জানা যায়, প্রায় এক সপ্তাহ ধরে চর হাটবাড়ীয়ায় মোহাম্মদ আলী ও মিন্টু প্রামানিক নামে দুই ব্যক্তি কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি ও বালু কেটে বিক্রি করছেন। একের পর এক বালুবাহী ট্রাকগুলো ওই কৃষি জমিতে যাতায়াতের ফলে আশেপাশের আরো অনেক কৃষি জমি নষ্ট হচ্ছে। এছাড়াও কাঁচা রাস্তাঘাট নষ্ট হয়ে ধুলাতে ওই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। তবে তাদের ভয়ে মুখ খোলার সাহস পাচ্ছেন না কেউ। সরকার কৃষি জমিতে পুকুর খনন বা খাল খনন করা যাবে মর্মে আইন করলেও এক্ষেত্রে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

  স্থানীয়রা জানান, কৃষি জমি থেকে মাটি বা বালু কাটার ফলে দিনে দিনে আবাদী জমির পরিমান কমে যাচ্ছে। এসব বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।

 
পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ